টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি (বাঁয়ে) ও টুইটারের মালিক ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
ব্যবহারকারীরা এক দিনে কতটি টুইট পড়তে পারবেন, তার একটি অস্থায়ী সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি।
রোববার (২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটবার্তায় জ্যাক ডরসি বলেন, ইলন মাস্কের নতুন ঘোষণায় টুইটার চালানো কঠিন হবে, কিন্তু প্রতিষ্ঠানটি তাদের সীমাবদ্ধতার মধ্যেও সেরাটা করছে।
তিনি বলেন, ‘দূর থেকে সিদ্ধান্তের সমালোচনা করা সহজ …কিন্তু আমি জানি লক্ষ্য হলো টুইটারের উন্নতি করা এবং এটা হবে।’
আরেক টুইটে ডরসি বলেন, আমি আশা করি তারা সেই বোঝা কমাতে সহায়তা করার জন্য বিটকয়েন এবং নস্ট্র হিসাবের মতো সত্যিকারের সেন্সরশিপ-প্রতিরোধী উন্মুক্ত প্রোটোকল তৈরি করার কথা বিবেচনা করবে। এটি সবার জন্য ভালো এবং উন্মুক্ত ইন্টারনেট সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।’
এর আগে শনিবার (১ জুলাই) এক টুইটে ইলন মাস্ক জানান, ভেরিফায়েড নয়-এমন অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ ৬০০টি পোস্ট পড়া যাবে। আর ভেরিফায়েড নয়, এমন নতুন অ্যাকাউন্ট থেকে পড়া যাবে ৩০০ পোস্ট। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক পোস্ট পড়ার সংখ্যা হবে ৬ হাজার।
তিনি জানান, ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত হাতিয়ে নেয়া ‘চরম সীমায় পৌঁছেছে’। এটা মোকাবিলার জন্য ব্যবহারকারীদের পোস্ট পড়ার এমন সীমা অস্থায়ীভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে।