ফাইল ছবি
গাজীপুরের শ্রীপুরে গজারিবনের ভেতর থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের চাউবন এলাকায় মরদেহটির খোঁজ মেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ওই এলাকার একটি সড়ক থেকে বেশ কিছুটা দূরে ঘন গজারিবনের ভেতর মরদেহটি পাওয়া যায়। স্থানীয় লোকজন পচা গন্ধ পেয়ে গন্ধের উৎস খুঁজতে বনের ভেতর যান। সেখানে গিয়ে তারা ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ গণমাধ্যমকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।