ছবি : সংগৃহীত
মাদারীপুরে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি খোকন মুন্সিকে (৩০) ১২ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ডাসার উপজেলার ভাউতলি গ্রামের একটি পাট খেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
খোকন মুন্সি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার অভিযান চালিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি খোকন মুন্সিকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় নেওয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যায় আসামি। পরে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাউতলি গ্রামের পাট খেত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাসার থানা ওসি হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি খোকনকে পালানোর ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।