পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত মোট ৫ দিনের ছুটি থাকায় দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। এ সময় ঘুরতে গিয়ে হারিয়ে যায় ২১ শিশু। ট্যুরিস্ট পুলিশের সহায়তায় এসব শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা শিশুদের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৯ জন, পতেঙ্গা থেকে ৫ জন, কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ৪ জন, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, রংপুর চিড়িয়াখানা ও ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে একজন করে শিশু উদ্ধার করে তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের ছুটিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। তাদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা ১৩৯৪ হলেও বর্তমানে কর্মরত ১১৯১ জন জনবল নিয়ে ৩০টি জেলায় ৪০ টি জোনে কাজ করে আসছে ট্যুরিস্ট পুলিশ।
এছাড়াও ১ জুলাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা রাজীব সরদারকে (১৭) মারধরের ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত তিনজনকে আটক করে ট্যুরিস্ট পুলিশ। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।