চট্টগ্রামের সাগরপাড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হার দিয়ে সিরিজ শুরু করেছে তামিমবাহিনী। প্রথম ওয়ানডেতে বারবার আলোচনায় এসেছে বৃষ্টি, কিন্তু বাংলাদেশ ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ হারায়।
বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টি বাধার মধ্যে ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে ৪৩ ওভারে ১৬৪ রানের লক্ষ্য দাঁড়ায়। কিন্তু ২১.৪ ওভারের সময় আবারও নামে বৃষ্টি। তখন আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৮৩ রান।
ওই বৃষ্টি আর না থামায় ম্যাচের ফলাফল ঘোষণা করতে হয় অফিসিয়ালকে।ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) ১৭ রানে এগিয়ে থেকে ম্যাচ জিতেছে সফরকারীরা।
আফগান পেসের পর স্পিনের সামনে দিশাহারা বাংলাদেশ পথ খুঁজে পায়নি ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত ৪৩ ওভারে আফগানিস্তানের লক্ষ্য ছিল ১৬৪ রান, বাংলাদেশের প্রয়োজন ছিল দ্রুত উইকেট। বোলিংয়ে সেটির দেখাও তারা পায়নি। তৃতীয় দফা বৃষ্টি আসার পর আর শুরু হতে পারেনি খেলা।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে বারবার নেমেছিল ঝুম বৃষ্টি। ম্যাচ বারবার থেমে যাচ্ছিলো। তবে যেটুকু খেলা হয়েছে তাতেই হার মেনে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। আগামী ৮ জুলাই একই স্টেডিয়ামে দুপুর দুইটার সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ ব্যাটিং ব্যর্থতার মধ্যে তাওহিদ হৃদয়ের ৫১, লিটন দাসের ২৬ ও সাকিব আল হাসানের ১৫ রানে ভর করে ৪৩ ওভার ব্যাটিং করেও মাত্র ১৬৯ রান তোলে স্বাগতিকরা। সবাই ক্রিজে এসে ব্যর্থ হলেও তৃতীয় ফিফটি তুলে নেন হৃদয়।
আফগানদের ইনিংসে রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান দারুণ সূচনা এনে দেন। গুরবাজকে (২২) আউট করে ৫৪ রানের এই জুটি ভাঙেন সাকিব। পরে রহমত শাহকে (৮) ফেরান তাসকিন। ইবরাহিম ৫৮ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।