ইউক্রেনকে যুদ্ধের শুরুর দিকেই বেশ কিছু হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্র নির্মিত হিমার্স রকেট এবং অন্যান্য জিপিএস সুবিধা ব্যবহারকারী আর্টিলারির হামলা আটকে দেয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার। এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকভ। বুধবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি এ কথা বলেন।
রেজনিকভ জানান, হিমার্সসহ অন্যান্য অস্ত্রগুলো যখন গত বছর প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল। কিন্তু বর্তমানে রাশিয়ার এতটাই শক্তিশালী রেডিও-ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমার্স এবং এরকম অন্যান্য অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলছে।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতকে একটি চিরন্তন পেন্ডুলামের সঙ্গে তুলনা করে রেজনিকভ বলেন, ‘এটি একটি চিরন্তন পেন্ডুলামের মতো। এই যুদ্ধ এখন প্রযুক্তির যুদ্ধ হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘রুশরা আমাদের মিত্রদের দেয়া প্রযুক্তির পাল্টা ব্যবস্থা নিয়ে হাজির হয়। বিষয়টি আমরা আবার আমাদের মিত্রদের কাছে জানাই। তারা আবারও নতুন প্রযুক্তি পাঠায়। রুশ আবারও সেই নতুন প্রযুক্তির পাল্টা প্রযুক্তি নিয়ে হাজির হয়।’
এ সময় রেজনিকভ বিশ্বের কাছ থেকে আরও সামরিক সহায়তা প্রত্যাশা করে বলেন, বিশ্বের সামরিক শিল্প খাত বর্তমানে ইউক্রেনের চেয়ে ভালো অস্ত্র পরীক্ষাগার খুঁজে পাবে না। তিনি আরও বলেন, কিয়েভের পশ্চিমা মিত্ররা ইউক্রেনের রণক্ষেত্রে স্পষ্ট দেখতে পাবেন, তাদের অস্ত্রগুলো আসলে কাজ করছে কিনা এবং কতটা নিখুঁতভাবে কাজ করছে। এছাড়া তাদের অস্ত্রগুলো কোথায় কোথায় উন্নতি করা প্রয়োজন তাও এখানে তারা দেখতে পাবেন।