নির্বাচনে এলে বিএনপির সাথে সংলাপ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বুধবার (৫ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব বলেন।
বলেন, গঠনমূলক যেকোন সংলাপে সরকার প্রস্তুত। কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু করা যায় তা নিয়ে বিএনপির সাথে আলোচনার সম্ভাবনা থাকলেও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না।
সালমান এফ রহমান জানান, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকা-লন্ডন একমত। সেই সাথে রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দিতেও সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চায় এটা নিয়ে কথা হয়েছে।