বৃষ্টিতে খেলা বন্ধ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ছবি: সংগৃহীত
বাংলাদেশে এখন বর্ষাকাল। দিন কয়েক থেকে দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। বৃষ্টিতে ব্যাঘাত ঘটার শঙ্কা নিয়েও মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে এরপরই হানা দিয়েছে বৃষ্টি।
বুধবার (৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মেঘলা আকাশের নিচে শুরু হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। নির্বিঘ্নে সময়মতো খেলা শুরু হলেও বাংলাদেশের ইনিংসে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ১৫তম ওভারের প্রথম বলের পরই নামে বৃষ্টি।
এদিন টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ সাবধানী ব্যাটিংয়ে ইনিংসের শুরু করলেও অধিনায়ক তামিম ইকবাল বেশিক্ষণ টেকেননি। ১৩ রান করেই ফজলহক ফারুকির বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে সহজ ক্যাচ দেন তিনি।
তামিমের বিদায়ের পর ক্রিজে এসেই নাজমুল হোসেন শান্ত দারুণ শট খেলতে শুরু করেন। হাত খুলতে থাকেন লিটন দাসও। কিন্তু মুজিব উর রহমানের বলে পুল শট খেলতে গিয়ে লিটন ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে। ৩৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন তিনি।
এর পরের ওভারে শান্তও বিদায় নেন। মোহাম্মদ নবী বল করতে এসে প্রথম বলেই পান শান্তর উইকেট। স্লগ সুইপ করতে গিয়ে তিনি শর্ট ফাইন লেগে ধরা পড়েন মোহাম্মদ সালেমের হাতে। তাতে ১৬ বলে ১২ রান করেই থামতে হয় ইনফর্ম শান্তকে।