শুক্রবার (৭ জুলাই) থেকে আমেরিকা ও কানাডাসহ বিশ্বের ১৫০ প্রেক্ষাগৃহে চলবে ‘প্রিয়তমা’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ।
বৃহস্পতিবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্মাতা একটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়া আরও একটি পোস্টে হিমেল আশরাফ প্রেক্ষাগৃহের লিস্টগুলোও দিয়ে দিয়েছেন।
পোস্টে হিমেল আশরাফ লিখেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’। খুব শিগগিরই হললিস্ট দেয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করব, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”
হিমেল জানান, আমেরিকার পর পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারতসহ অনেক দেশে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে।
প্রসঙ্গত, রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।