সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাপন।
আফগানিস্তান সিরিজের মাঝে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্ত অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলনে ডেকে কোনো কারণ উল্লেখ না করেই অবসরের ঘোষণা দেন তামিম। এ নিয়ে জরুরি সভা ডেকে রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টার দীর্ঘ আলোচনা করেন বোর্ড সভাপতি পাপন ও বিসিবি পরিচালকরা।
সভাশেষে গণমাধ্যমকে পাপন বলেন, ‘আমরা চাচ্ছি ও সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। আমরা এটাই চাই। আমাদের কাছে এখনও ওয়ানডে অধিনায়ক তামিম। ও আমাদের কাছে পদত্যাগ করেনি। কিচ্ছু করেনি।’