শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
প্রধান সংবাদ :
বরিশালের ফেয়ার হেলথ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু! বরিশালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩ শতাধিক নারী-পুরুষ বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরির রাস্তার বেহাল দশা বাবুগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য তারবিয়াত অনুষ্ঠিত।  বাবুগঞ্জে জামায়াতে ইসলামী নেতাদের নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন  বাবুগঞ্জ রাকুদিয়া নতুন হাট বাজার সংলগ্ন, মিথ্যা মামলা সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতেবিক্ষোভ মিছিল। বাবুগঞ্জের দেহেরগতি ও চাঁদপাশায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত । লিটু সিকদার হত্যা মামলার ২ নং আসামী  মিলন গাজী, ঢাকা থেকে গ্রেফতার । বাবুগঞ্জে ইসলামী আন্দোলনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত। বরিশাল বাবুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ।

বরিশালে উদযাপিত হল বিভাগীয় বিপিও সামিট ও চাকরি মেলা

হোসেন, একুশে বিডি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৯৩ জন নিউজটি পড়েছেন

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো ও তাদের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

আজ (বৃহস্পতিবার, ৬ জুলাই) বিকাল ৩:০০টায়, সার্কিট হাউজ অডিটোরিয়াম (ধানসিঁড়ি), বরিশালে অনুষ্ঠিত হয় ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (বরিশাল বিভাগ)’-এর মূল অনুষ্ঠান ও চাকরি মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল বিভাগ।

তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের প্রয়োজন তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন। আমাদের ছেলেমেয়েরা যত তথ্যপ্রযুক্তিসম্পর্কিত বিষয়াবলীতে দক্ষ হবে, ততই নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে, মেধাবী তরুণদের পদচারণায় আমাদের তথ্যপ্রযুক্তিখাত উন্মোচন করবে নতুন সম্ভাবনার দ্বার। বিভাগীয় পর্যায়ে বিপিও সামিটের এই চাকরি মেলার আয়োজন সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। বিভাগীয় পর্যায়ের শিক্ষার্থীদের কাছে কর্মসংস্থানের এত দারুণ সুযোগ এনে দেয়ার জন্য বাক্কোকে ধন্যবাদ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল। এছাড়াও বক্তব্য রাখেন জনাব অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর, পরিচালক, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রমোশন ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; জনাব মোঃ মিজানুর রহমান, উপসচিব, পরিচালক (অর্থ এবং প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; জনাব মইদুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, এনটিভি এবং সহ-সভাপতি, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি; জনাব এস এম ইমদাদুল হক, নির্বাহী সদস্য, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ); জনাব জায়েদ উদ্দিন আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও)। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ডাঃ তানজিবা রহমান, পরিচালক; জনাব মুসনাদ ই আহমেদ, পরিচালক এবং বাক্কো লোকাল মার্কেট ডেভেলপমেন্ট সাবকমিটির চেয়ারম্যান জনাব মৃধা মোঃ মাহফুজ-উল-হক চয়ন। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ফাহাদ হোসেন, কো-চেয়ারম্যান, বাক্কো মেম্বার সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট সাবকমিটি; জনাব আবদুল্লাহ এম সাদী, কো-চেয়ারম্যান, বাক্কো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সাবকমিটি এবং জনাব সাগর কস্তা, বাক্কো সদস্য।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা একইসঙ্গে চলতে থাকে সন্যেদ পর্যন্ত। দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে অসংখ্য চাকরিপ্রার্থী মেধাবী শিক্ষার্থীদের ইন্টারভিউ নেয়া হয় এ চাকরি মেলায়। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলঃ আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), স্কাইটেক সলিউশানস, জয় কম্পিউটার লিমিটেড, টোয়েন্টিফোর সেভেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস এবং জুবিসফট লিমিটেড।

“বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” আয়োজনে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- আয়েশা সার্ভিসেস লিমিটেড (এএসএল বিপিও), এডিএন টেলিকম লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড এবং সিনার্জি সলিউশানস। গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে আছে- ব্যাংক এশিয়া লিমিটেড, মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড, উইজডম ভ্যালি লিমিটেড এবং সিলভার ক্যাটাগরির স্পন্সর হিসেবে আছে স্কাইটেক সলিউশানস।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় দেশব্যাপী চলছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩” ।

একুশে বিডি ডটকম এর জন্য সারাদেশে সংবাদ দাতা নিয়োগ চলছে
যোগাযোগঃ- 01773411136,01778927878 ekusheybd2021@gmail.com

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

Salat Times

    Dhaka, Bangladesh
    Friday, 29th August, 2025
    SalatTime
    Fajr4:22 AM
    Sunrise5:39 AM
    Zuhr11:59 AM
    Asr3:27 PM
    Magrib6:19 PM
    Isha7:37 PM
© All rights reserved © 2019 ekusheybd.com
Theme Customized BY mrhostbd.com
themesba-lates1749691102