বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। গত সোমবার বিকেলে পাংশা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোঃ সালাম হোসেন (৫০), সালামের স্ত্রী মোরশেদা বেগম(৪০) ও সালামের মা ফুলবালা (৯৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল মোঃ সালাম হোসেন ও তাঁর চাচাতো ভাই আনোয়ারের মধ্যে। সালামের কিছু জমি আনোয়ার ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়। ঘটনার দিন বেলা ১২টার দিকে পুরোনো টিনের চালের উপর তারপলিন দেয়ার সময় দুইপক্ষে বাগবিতর্ক শুরু হয়। বাগবিতর্ক একপর্যায়ে আনোয়ার এর স্ত্রীর জেসমিন বেগম(৩৫), মোঃ ফাহাদ(১৯), লিটন খান(৫০), মোহাম্মদ আমান মোল্লা(৩৭), মোঃ রাসেল মোল্লা(২৭), মোঃ নাঈম মোল্লা(২৬) সহ অজ্ঞত ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে সালামের বাডিতে আক্রমণ চালায়। এতে সালাম সহ তার মা এবং স্ত্রী আহত হন। আহতদের মধ্যে মোঃ সালাম হোসেন কে শের-ই-বাংলা মেডিকেল এ ভর্তি করা হয়েছে এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, এ ঘটনার সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট উল্টো তারাই আক্রমণের শিকার হয়েছে।
বিমানবন্দর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।