দুই দিনের মধ্যে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে এর সদস্যসচিব নুরুল হক নুরকে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি এ নোটিশ পাঠান।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়টি রাজধানীর পল্টনে প্রিতম-জামান টাওয়ারে অবস্থিত।
নুরকে পাঠানো নোটিশে বলা হয়,
নোটিশে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই আগামী ৯ জুলাইয়ের মধ্যে ৬ষ্ঠ তলার অফিসটি খালি করে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, গত বছরের ১ মার্চ তিন বছরের চুক্তিতে কার্যালয় ভাড়া নেয়া হয়।মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে। সুতরাং তারা নোটিশ দিলেই কার্যালয় ছেড়ে দেয়া হবে, বিষয়টা এমন না। প্রয়োজনে আইনের আশ্রয় নেয়ার কথা জানান তিনি।
এদিকে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান জানান, গণঅধিকার পরিষদের যে অফিস ভবন আছে, সেটির মালিক তিনি। অফিসটি গণঅধিকার পরিষদকে তিনিই দিয়েছেন। এটির কোনো ভাড়ার লেনদেন হয় না।
তিনি বলেন, ভবনটি আমার মাসিক অনুদান হিসেবে দেখানো হয়।
গণঅধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। আগামী ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন নুরুল হক ও তার সমর্থকেরা। গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।