মৃত নাঈম মৃধা। ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলায় মা-বাবার কাছে মোটরসাইকেল চেয়ে না পেয়ে নাঈম মৃধা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে এলাকাবাসী।
শনিবার (০৮ জুলাই) ভোরে উপজেলার তাফালবাড়ি ভাড়া বাসা থেকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নাঈম মৃধা শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের দুবাই প্রবাসী মালেক মৃধার ছেলে।
নিহতের প্রতিবেশী তাফালবাড়ি বাজারের বাসিন্দা মো. ওমর সরদার বলেন, ‘নাঈম তার মায়ের সঙ্গে তাফালবাড়ি ভাড়া বাসায় থাকত। কিছুদিন পরে তার বিদেশ যাওয়ার কথা ছিল। তার বন্ধুদের অনেকেরই মোটরসাইকেল রয়েছে। কিন্তু নাঈমের মোটরসাইকেল না থাকায়, অনেক দিন ধরে তার মায়ের কাছে মটরসাইকেল দাবি করে আসছিল। ধারনা করা হচ্ছে, সাইকেল না পেয়ে নাঈম আত্মহত্যা করেছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, নাঈম মৃধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নাঈমের মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।