সারা দেশে একই পরিবারের পাঁচজনসহ এক দিনে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। প্রতিনিধিদের পাঠানো খবর–
যশোর
বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন দুজন।
জানা যায়, শুক্রবার বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার থেকে আট যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল একটি ইজিবাইক। পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রয়্যাল পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও একই পরিবারের চারজন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে, সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সিলেট
সিলেট-তামাবিল মহাসড়কে শুক্রবার (৭ জুলাই) টমটমকে চাপা দিয়ে বাস উল্টে খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, এবড়ো-খেবড়ো সড়কের গর্তে পড়ে এক্সেল ভেঙে পাশ দিয়ে যাওয়া টমটমের ওপর পড়ে একটি বাস। এতে টমটমসহ বাসটি খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
গাইবান্ধা
শুক্রবার (৭ জুলাই) ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং জেলায় বিভিন্ন স্থানে দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।
এ ছাড়া টাঙ্গাইলে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।