ছবি: সংগৃহীত
মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না চীনে এমআরএনএ ওষুধ তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না চীনে প্রথম বড় বিনিয়োগের অংশ হিসেবে দেশটিতে এমআরএনএ ওষুধ তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি চীনে এমআরএনএ ওষুধ গবেষণা, বিকাশ ও উত্পাদনের লক্ষ্যে কাজ করবে।
আর মডার্নার একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তির অধীনে উত্পাদিত যেকোনো ওষুধ একচেটিয়াভাবে চীনা জনগণের জন্য ব্যবহার করা হবে। এছাড়া চীনে উৎপাদিত ওষুধ অন্যান্য দেশে রফতানি করা হবে না। তবে চুক্তির আকার সম্পর্কে মন্তব্য করেননি তিনি।
এদিকে চীনের সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি চেন জিনিং চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, মডার্নার প্রকল্পগুলো শিগগিরই বাস্তবায়িত হবে।
এর আগে চীনা সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, মডার্না চীনে বিনিয়োগ করবে, যার পরিমাণ দাঁড়াতে পারে ১ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, এমআরএনএ ওষুধ তৈরির লক্ষ্যে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় মডার্না। প্রতিষ্ঠানটি বর্তমানে শুধুমাত্র কোভিড-১৯ এর জন্য ভ্যাকসিন বাজারজাত করছে। তবে প্রতিষ্ঠানটির পাইপলাইনে বেশ কয়েকটি ভ্যাকসিন এবং থেরাপিউটিক রয়েছে।