পচেত্তিনো। ছবি: চেলসি
চেলসির দায়িত্ব গ্রহণ করেছেন ৫১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো। ডাগআউটে বসার আগেই শিষ্যদের দিয়েছেন বিশেষ বার্তা। গড়ে তুলতে বলেছেন জয়ের মানসিকতা।
এদিকে মৌসুম শেষ হতে না হতেই চেলসি ছেড়ে যাওয়ার প্রতিযোগিতা দেখা গেছে ফুটবলারদের মধ্যে। সেই দৌড়ে এবার যোগ দিয়েছেন সিজার অ্যাজপিলিকুয়েতা। চেলসিতে প্রায় এক যুগের ক্যারিয়ার ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।
চলছে ট্রান্সফার মৌসুম। নতুন মৌসুমের কথা মাথায় রেখে ক্লাবগুলো ফুটবলারদের সঙ্গে পরিবর্তন আনে কোচের। কোচ পরিবর্তনের এই দৌড়ে, যেই ক্লাবটির কথা সবার আগে মাথায় আসে তার নাম চেলসি। চেলসির ঘন ঘন এই কোচ পরিবর্তনের জন্য নানা সময় আলোচনা সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।
এত কোচ পরিবর্তনের পরেও গেল মৌসুমটা একে বারেই ভালো কাটায়নি চেলসি। প্রিমিয়ার লিগে সাফ্যলের খোঁজে দুজন কোচকে বরখাস্ত পর্যন্ত করেছিল ক্লাবটি। তবুও ব্যর্থতা পিছু ছাড়েনি তাদের। মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ১২ নম্বর স্থানে থেকে।
এবার নতুন মৌসুমে সাফল্যের খোঁজে পচেত্তিনোকে কোচের দায়িত্ব দিয়েছে চেলসি। কিছুদিন আগেই চেলসিকে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব আখ্যায়িত করেছিলেন এই আর্জেন্টাইন। ৫১ বছর বয়সী এই কোচ ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা সহ পিএসজিকে তিনটি ট্রফি জিতিয়েছিলেন। চেলসিতে যোগ দেয়ার পর নিজেকে গর্বিত মনে করছেন পচেত্তিনো।
তিনি বলেন, ‘আমার লক্ষ্য জয় পাওয়া। আমরা চেলসিতে এসে শুধু মাত্র ভালো খেলার কথা বলতে পারি না। ভালো খেলাটা আমাদের জন্য সাধারণ একটা বিষয়। তাই অবশ্যই আমাদের জিততে হবে। চেলসির মত একটি ক্লাবে জিততে না পারাটা আমাদের জন্য কষ্টের হবে।’
নতুন মৌসুমের কথা মাথায় রেখে নিজেদের শক্তিমত্তা বাড়ানোর দিকে নজর দিতে বলেন পচেত্তিনো। তিনি বলেন, ‘আমরা কেমন খেলব তা আমদের দলের উপর নির্ভির করছে। আমাদের সমর্থকের সঙ্গে নিজেদের যোগসূত্র গড়ে তুলতে হবে। সমর্থকদের সমর্থন পেলে আমাদের জন্য জয় পাওয়াটা সহজ হবে। হ্যাঁ, আমি আবারো বলতে চাই আমি মনে করি আমাদের পক্ষে জেতা সম্ভব। যদি আমরা সত্যিই এটা বিশ্বাস করি এবং এক হই। তবে অবশ্যই আমরা ম্যানচেস্টার সিটি, লিভারপুলের মত শক্তিশালী দলের বিপক্ষে জয় পাব।’
এদিকে মৌসুম শেষ হতে না হতেই চেলসি ছাড়ার হিড়িক লেগেছিল ফুটবলারদের মধ্যে। ক্লাব ছাড়ার মিছিলে এবার যোগ হয়েছে চেলসি অধিনায়ক সিজার অ্যাজপিলিকুয়েতার নাম। ২০১২ সালে অলিম্পিক মার্শেই থেকে চেলসিতে যোগ দেন এই মিডফিল্ডার।
অ্যাজপিলিকুয়েতা নিজের ফুটবল ক্যারিয়ারের ১১ বছর দিয়েছেন চেলসিতে। এবার প্রায় এক যুগের সম্পর্ক ছেদ করে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন স্পেনের এই ফুটবলার। দীর্ঘ ১৩ বছর পর স্বদেশি কোন ক্লাবে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী ডিফেন্ডার। এর আগে ওসাসুনার হয়ে খেলেছেন তিনি।