চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এই প্রথম তার প্রযোজিত ছবি ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর সে সিনেমাকে সবাই এত ভালোবেসে গ্রহণ করেছে, যা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা।
শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাতে ফেসবুকে লাল শাড়ি সিনেমার পোস্টার পোস্ট করেন অপু। ১টা ৩৫ মিনিটে দেয়া সেই পোস্টে অপু জানান, ‘আঁধার পেরিয়ে আলোর পথে আসার শক্তি জুগিয়েছে আমাকে আপনাদের ভালোবাসাই।’
নিজের কৃতিত্ব, সাফল্য, পুরস্কার সবকিছুর অংশীদার হিসেবে অপু নাম নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, সহশিল্পী, স্বজন ও সাংবাদিকদের।
পাঠকদের জন্য অপু বিশ্বাসের সে পোস্ট তুলে ধরা হলো–
আমি তো আপনাদেরই ভালোবাসার অপু বিশ্বাস। আপনারাই তো আমাকে আলোকিত করেছেন, প্রতিটি পদক্ষেপে আপনাদের কাছে পেয়ে বারবারই জ্বলে উঠছি আঁধার পেরিয়ে আলোর মতোই। এই ভালোবাসায় তো আমার এতে কৃতিত্ব, সাফল্য, পুরস্কার! সবচেয়ে বড় পুরস্কার আজও আপনারা আমাকে দিয়ে গেলেন।
এত এত চলচ্চিত্র নির্মাতা, সহশিল্পী, স্বজন ও সাংবাদিকবৃন্দ আমার ডাকে ‘লাল শাড়ি’ সিনেমাটি দেখতে এলেন আমাকে আপ্লুত করলেন! তাইতো আমি দীর্ঘ ক্যারিয়ারে আপনাদেরই অপু বিশ্বাস হয়ে রয়েছি।
আমার আমন্ত্রণে প্রিয় চলচ্চিত্র নির্মাতা, আমার আপনজন অভিনয়শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকবৃন্দ যেভাবে সাড়া দিয়ে ছুটে এসেছেন সত্যিই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ শেষ হবার নয়! আমি জানি বারবার অপু বিশ্বাস জ্বলে উঠবে আপন শক্তিতে, তবে সেই শক্তি যে আপনারা!
অনেক পরিশ্রমের ফলাফল আজকের এই আমি আর প্রথম প্রযোজিত আমার সিনেমা ‘লাল শাড়ি’। এভাবেই তো এগিয়ে যাব অদূর ভবিষ্যতের দিকে, জীবন হবে রঙিন। আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি।🙏🙏🙏
এই পোস্টের আগে অপু বিশ্বাস কৃতজ্ঞতা জানিয়েছিলেন ঢালিউড কিং শাকিব খানের কাছেও। শাকিব খানকে নিয়ে তিনি বলেছিলেন, ফিনান্সিয়ালি শুধু নয়, আমাকে মেন্টালিও সাপোর্ট করেছেন শাকিব খান। আমি তার কাছে কৃতজ্ঞ।