বন্দরে পণ্য ওঠানামা চলছে। ছবি: আরটি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য আমদানি দ্বিগুণ বেড়েছে।
শনিবার (৮ জুলাই) মার্কিন আদমশুমারি ব্যুরোর প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
এতে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে পণ্য আমদানি বাড়িয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র।
রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে চলতি বছরের মে মাসে পণ্য আমাদানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০৪ মিলিয়ন ডলারে। গত এপ্রিলে যার পরিমাণ ছিল ২১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার। আমদানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।
আর চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে ৬৪২ দশমিক ৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় পণ্য রফতানি হ্রাস অব্যাহত রয়েছে। মে মাসে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় রফতানিকৃত পণ্যের পরিমাণ আগের মাসের চেয়ে কমেছে ৬৫ দশমিক ২ মিলিয়ন ডলার। আর চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ায় মার্কিন পণ্য রফতানি হয়েছিল মোট ৪৪ দশমিক ৬ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে, ওয়াশিংটন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেশকিছু রাশিয়ান পণ্য নিষিদ্ধ করা হয়েছে।