শারক্বীয়া জঙ্গি সংগঠনের প্রধান শামীন মাহফুজ ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত
পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। এরপর কুকি চিনের প্রধান নাথান বম, জঙ্গি সংগঠনটির প্রধান শামিন মাহফুজকে আত্মসমর্পণের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখান করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র হামলার পরিকল্পনা করেন।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) কাছে এমন তথ্যই দিয়েছে শামীন ও তার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন শামিন মাহফুজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন নিয়ে পিএইচডি গবেষণাও করেন। পিএইচডির আড়ালে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পসহ পার্বত্য অঞ্চলে সমতলের জঙ্গিদের জন্য একটি নিরাপদ আস্তানা তৈরি করা ছিল তার মূল উদ্দেশ্য।
তিনি আরও জানান, নাথান বম এবং শামিন মাহফুজ বিশ্ববিদ্যালয় থেকেই বন্ধু। নাথান বমের সঙ্গে দফায় দফায় তিনি পার্বত্য এলাকা পরিদর্শন করেন। সাড়ে তিন লাখ টাকা মাসিক চুক্তিতে তিন বছর দেয়াদী প্রশিক্ষণ চুক্তিও হয় তাদের।
কুকি চিনের সঙ্গে যে সমঝোতা স্মারক হয়েছিল শারক্বীয়ার হাতে লেখা সেই স্মারকটিও উদ্ধার করা হয়েছে বলেও জানায় সিটিটিসি।
নাথান বমকে গ্রেফতার করতে পারলে আরও অনেক অজানা অধ্যায় বের হয়ে আসবে বলে মনে করেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার।