ঠাকুরগাঁওয়ের ডিসি কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া নাসির উদ্দীনকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ডের জন্যে আবেদন করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক হিরণ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঠাকুরগাঁওয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে প্রেরণের পর এ আবেদন পেশ করা হয়।
সদর থানার উপপরিদর্শক হিরণ চন্দ্র রায় জানান, এখনও আবেদনের শুনানি হয়নি। শুনানি শেষে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, শনিবার (৮ জুলাই) সকালে পাঞ্জাবি পরা নাসির উদ্দীন নামে এক ব্যক্তি বেলচা হাতে ঠাকুরগাঁওয়ের ডিসি কার্যালয়ে প্রবেশ করে প্রতিটি কক্ষের থাই গ্লাস ভাঙচুর করতে থাকেন। এ সময় তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। পরে সংবাদ পেয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ তাকে আটকাতে গেলে আহত হন তিনি।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার সকালে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।