মুন্সীগঞ্জে গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুলিশ। ছবি:সংগৃহীত
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় কলেজছাত্রসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সরকারি হরগাঙ্গা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে কলেজছাত্র কাউসার আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ক্যান্সার রোগী আয়নাল হককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কাউসার আহমেদ উপজেলার মধ্যে মকোহাটি এলাকার মো. সানাউল্লাহর ছেলে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে মধ্যমাকহাটির তিন বাড়িতে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।