জাতীয় দলের সুযোগ না পেলেও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন নাসির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৮ সালে। বিপিএল কিংবা ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করলেও এরপর আর জাতীয় দলে জায়গা হয়নি নাসির হোসেনের। তবে জাতীয় দলের বাইরে থেকেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কদর কমেনি এই অলরাউন্ডারের। যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে দল পেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেয়েছেন দীর্ঘদিনে জাতীয় দলের বাইরে থাকা ইলিয়াস সানিও। দুজনকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্লাব আটলান্টা রাইডার্স। একই দলে আছেন বাংলাদেশের আরও তিন খেলোয়াড়। তারা হলেন- জুনায়েদ সিদ্দিকী, ফরহাদ রেজা এবং কামরুল ইসলাম রাব্বি।
জাতীয় দলে জায়গা না পেলেও কামরুল রাব্বি ঘরোয়া লিগ এবং বিপিএলেও পারফর্ম করছেন নিয়মিত, তবে জুনায়েদ সিদ্দিকী এসবের পাট চুকিয়েছেন অনেক আগে। ফরহাদ রেজাও অনেকটা তেমনই। দেশের সেরা ঘরোয়া লিগ বিপিএলে আর জায়গা হচ্ছে না তার। একসময় জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্যারিয়ারে শুরু করলেও এখন আর বিপিএলে নিয়মিত সুযোগ পান না ইলিয়াস সানিও।
নাসির-সানিদের দলে আইকন ক্রিকেটার হিসেবে আছেন রবীন উথাপ্পা। দলটিতে আছেন আরও কিছু তারকা ক্রিকেটার- লেন্ডল সিমন্স, মোহাম্মদ ইরফান, ডোয়াইন স্মিথ, মোহাম্মাদ আজম ও চতুরঙ্গ ডি সিলভা।
২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা নাসির এর আগেও আটলান্টার হয়ে মাইনর লিগ খেলেছেন। ১০ ওভারের টুর্নামেন্টেও এবার তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান ফ্র্যাঞ্চাইজিটি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯টি টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি খেলেছেন নাসির।
২০১৭ সালে দুবাইতে শুরু হওয়া টি-টেন ক্রিকেট লিগ এখন জনপ্রিয়তা কুড়াচ্ছে বেশ। কানাডা এবং জিম্বাবুয়ের পর এবার যুক্তরাষ্ট্রও আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটি শুরুর আগে ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফট থেকে বাংলাদেশের দুই ক্রিকেটার নাসির-ইলিয়াসকে দলে ভেড়ায় আটলান্টা।