বরিশাল মহানগর ২৮ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রসিদ চৌধুরী ও মোঃ হাসানুজ্জামান ( হাসান)কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর বিএনপি আহবায়ক কমিটি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ।
রবিবার রাত সাড়ে ৯ টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে ২৮ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের হাথে নতুন নেতৃত্বে আসা আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির তালিকা তুলে দেন মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন।
নগরীর ২৮ নং ওয়ার্ড আহবায়ক কমিটিতে মোঃ রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহবায়ক,মোঃ জিয়া উদ্দিন লিটন যুগ্ম আহবায়ক,মোঃ হারুন মুন্সী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মিন্টু গাজী ও মোঃ সাহেব আলী লিটন। এছাড়া আরো ২৫ জনকে নবগঠিত আহবায়ক কমিটিতে সদস্য করা হয়েছে।