পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ জনগোষ্টীর পুষ্টি চাহিদা পূরনের লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চারটি আশ্রায়ন প্রকল্প, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সড়কে ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
ইউসিবি ব্যাংকের “ভরসার নতুন জানালা” প্রকল্পের আওতায় আজ (১০ই জুলাই) সোমবার সকালে ইউনিয়নের হাপানিয়া আশ্রয়ন এলাকায় প্রধান অতিথি হিসিবে কর্মসূচীর উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংক বরিশাল শাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক সহ অন্যান্যরা।