নিবিড় পরিচর্যায় চার নবজাতক। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে রোমানা ইসলাম নামে এক প্রসূতি একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের লোকজন দুই ছেলে ও দুই মেয়ে পেয়ে দারুণ খুশি। চার নবজাতককে দেখতে হাসপাতালে উৎসুক জনতার ভিড়। চার নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (১০ জুলাই) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মো. শেখ নয়নের স্ত্রী রোমানা ইসলাম একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।
চার সন্তানের খবরে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় করেন ওই হাসপাতালে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও খুশিতে ভাসছে পরিবার। চার নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, ‘প্রসব ব্যথা নিয়ে গত রাত ১০টায় ভর্তি হয় রোমানা। সকালে তাকে সিজার করা হয়। আগেই আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে চারটি বাচ্চার বিষয়ে জানতে পারি।’
এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় উৎসুক জনতা ভিড় করেন হাসপাতালটিতে। দুই ছেলে ও দুই মেয়েকে দেখে মুগ্ধ মানুষ। তবে অতিরিক্ত মানুষের ভিড়ে হাসপাতাল কর্তৃপক্ষকেও নামতে হয় লোকজন নিয়ন্ত্রণে।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয়কারী মো. মিজানুর রহমান বলেন, ‘এ খবরে হাসপাতালের নবজাতকের কক্ষে মানুষের ভিড় পড়ে। আমরা নবজাতকদের সুস্থ রাখতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।’
নবজাতকদের বাবা, নানা ও ফুপুসহ পরিবারের লোকজন জানান, দুই ছেলে এবং দুই মেয়ে একসঙ্গে পেয়ে দারুণ খুশি। মহান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নবজাতকদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তারা।
তারা আরও জানান, তিন বছর আগে জেলার হরিরামপুর উপজেলার রোমানার সঙ্গে শিবালয়ের ধানধারা গ্রামের নয়নের বিয়ে হয়। এই চার নবজাতক তাদের দাম্পত্যজীবনের প্রথম সন্তান।