প্রযোজক আরশাদ আদনান। ছবি:
শাকিবিয়ানদের স্যালুট জানালেন ‘প্রিয়তমা’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘ঈদ উপলক্ষে টোটাল হল চালু ১৫৪টি। আর ১০৭টি হলে ‘প্রিয়তমা’ সিনেমা রিলিজ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ সিনেমার সাকসেস মাত্র আমরা এনজয় করা শুরু করলাম। আমরা আশা করছি, এটি দ্বিতীয়, চতুর্থ সপ্তাহ পর্যন্ত চলবে সিনেমাটি।’
এবার কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। প্রযোজনা করেছেন আরশাদ আদনান।
সারা দেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথায়ই দর্শক চাহিদার কারণে ৩১৫০টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচে পড়া ভিড়ে ১০ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে ‘প্রিয়তমা’।