অধ্যাপক ড. মো. কবীর হোসেন। ছবি: সংগৃহীত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. কবীর হোসেন।
সোমবার (১০ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব রোখছানা আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ধারা ১৩ (১) অনুযায়ী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।
নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্য আমি সম্ভাব্য সবকিছু করতে সচেষ্ট থাকব। বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের সুযোগ সুবিধা কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে কাজ করবো। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাসহ সামগ্রিক পরিবেশকে সুন্দর রাখার জন্য সর্বদা চেষ্টা করে যাব। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।’
এ দিকে এ বিষয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় উপাচার্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অধ্যাপক ড. মো. কবীর হোসেন বর্তমানে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি শিক্ষক সমিতিতে দুবার সভাপতি, একবার সহ-সভাপতি, একবার সাধারণ সম্পাদক ও ১০ বার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও অধ্যাপক ড. কবীর হোসেন শাবিপ্রবির ভৌত বিজ্ঞান অনুষদ এবং কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সদস্য, সহকারী প্রক্টর, শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের পরিচালক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, অর্থ কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, পরিবহন উপদেষ্টা কমিটির বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিলেরও দায়িত্ব পালন করেন।