মিথিলা, সৃজিত ও জয়া। ছবি: সংগৃহীত
সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের সর্ম্পকের গুঞ্জন বেশ পুরনো হলেও নতুন করে আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। কারণ দীর্ঘ ৫ বছর পর তারা একসঙ্গে কাজে ফিরছেন। এবার সে বিষয়ে মুখ খুলেছেন সৃজিতপত্নী দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ‘দশম অবতার’ সিনেমা তৈরির ঘোষণা দেন। এই সিনেমার নায়িকা হিসেবে শুভশ্রীকে বেছে নেয়া হয়। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় শুভশ্রীর জায়গায় সৃজিত বেছে নিয়েছেন জয়াকে।
একসময় সৃজিতের সঙ্গে জয়ার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল। ‘দশম অবতার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুযোগে পুরনো প্রেম আবারও নতুন হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
এ বিষয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকার দিয়েছেন মিথিলা। ওই সাক্ষাৎকারে মিথিলা জানান, সৃজিতের সঙ্গে বিয়ের ৩ বছর হয়ে গেছে। এটি এখন স্টেবল। তাই অতীত নিয়ে ভাবেন না মিথিলা। তার মতে, ‘কারও অতীত বদলাতে পারবো না, সেটা নিয়ে রাগ করে লাভ নেই।’
সাবেকের সঙ্গে সৃজিতের কাজ করাকে কীভাবে দেখছেন মিথিলা? এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, আমি সৃজিতের আগে জয়া আপাকে চিনি। এমন প্রশ্ন আমার কাছে অবান্তর। এরপরই মিথিলা হেসে বলেন, কাজের জায়গায় আমি ঝামেলা করি না, আর কখনও করবও না।