ফাইল ছবি
ময়মনসিংহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে তিনজনের মৃত্যু হলো এই হাসপাতালে।
মৃত আসমা বেগম রাজধানীর পুরান ঢাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্বামীর নাম স্বামী লিলু মিয়া। আসমার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা জানান, মৃত ওই গৃহবধূর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। সপরিবারে রাজধানীর পুরান ঢাকা থেকে নিজ এলাকায় ঈদ করতে যান। সেখানে তারা জ্বর হয়।
সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন আসমা বেগম। এরপর পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে রাতেই তার মৃত্যু হয়।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এবং এ পর্যন্ত ১২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।