বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সংগৃহীত ছবি
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। বলিউডের হাইপ্রোফাইল পার্টিতে এখন আর আগের মতো তাদের একসঙ্গে দেখা যায় না। তাহলে কি এ দম্পতি বিচ্ছেদের পথে হাটছেন!
এ ছাড়া গত ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। এদিনও দীপিকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। আর বিচ্ছেদের জল্পনায় সেই বিষয়টি যেন ঘি ঢালার মতো কাজ করেছে।
অন্যদিকে সমস্ত গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, দীপিকা সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য করা রণবীরের ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেন নিজের ইনস্টা স্টোরিতে। লেখেন, ‘ ‘Hell Yea’। সাধারণত উচ্ছ্বাস বা আনন্দ প্রকাশ করতেই ব্যবহার করা হয় এই শব্দবন্ধ।
অপরদিকে রণবীর তার ইনস্টা স্টোরিতে বউ এর সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করেন। যেখানে জাহাজের মধ্যে রয়েছেন দুজন। মুখ বাইরে বের করে রেখেছেন সমুদ্রের হাওয়া খেতে। দীপিকার চোখ বন্ধ। ক্যামেরার থেকে দূরে তাকানো। পাশে থাকা রণবীরের মুখে হাসি, পোজ দিয়েছেন ক্যামেরায়। এই ছবি শেয়ার করে রণবীর সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ’।
প্রসঙ্গত, ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন রণবীর-দীপিকা। দাম্পত্যের ছয় বছরে একাধিকবার তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা গেছে। তবে নিন্দকদের কথায় কান না দিয়ে প্রকাশ্যেই স্ত্রীর প্রতি বারবার প্রেম নিবেদন করেছেন রণবীর।