ভারতের বেদান্ত লিমিটেডের সঙ্গে হওয়া সেমিকন্ডাক্টর তৈরির চুক্তি থেকে সরে এসেছে ফক্সকন। ছবি: বিবিসি
অ্যাপলের সবচেয়ে বড় সরবরাহকরী ফক্সকন ভারতে একটি সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা স্থাপনের জন্য দেশটির বেদান্ত লিমিটেডের ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিল। তবে তাইওয়ানের এই প্রতিষ্ঠানটি সে চুক্তি থেকে সরে এসেছে। যা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিপ উৎপাদনের জগতে পা ফেলার পরিকল্পনায় একটি বড় ধাক্কা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুলাই) সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের যৌথ উদ্যোগ থেকে সরে আসার কথা জানিয়েছে ফক্সকন।
এই প্রকল্প দিয়ে দেশটি চিপ তৈরির জগতে পা রাখতে যাচ্ছিল। সেহেতু এটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফক্সকনের সরে আসায় তার চিপমেকিংয়ের পরিকল্পনায় একটি বড় ধাক্কা লেগেছে।
গত বছর গুজরাটে একটি সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে উৎপাদনের প্লান্ট স্থাপনের জন্য বেদান্তের সঙ্গে এই চুক্তি করেছিল বিশ্বের বৃহত্তম এই ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান।
চুক্তি থেকে সরে আসার কারণগুলোর বিশদ বিবরণ ছাড়াই ফক্সকন এক বিবৃতিতে জানিয়েছে, বেদান্তের সঙ্গে হওয়া সেমিকন্ডাক্টর তৈরির যৌথ উদ্যোগে তারা আর অগ্রসর হবে না। তারা গত এক বছরেরও বেশি সময় ধরে এ প্রকল্প বাস্তবায়নে বেদান্তের সঙ্গে কাজ করেছে। তবে তারা এই যৌথ উদ্যোগ থেকে তাদের নাম প্রত্যাহার করার কাজ শুরু করেছে। ফলে এটি এখন সম্পূর্ণরূপে বেদান্তের মালিকানাধীন বলে পরিচিত হবে।
এদিকে বেদান্ত জানিয়েছে, তারা এই সেমিকান্ডক্টর প্রকল্প বাস্তবায়নে পুরোপুরিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে তারা অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা চালাচ্ছে।
একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যৌথ উদ্যোগের এই কারখানা স্থাপনের জন্য ফক্সকনের প্রণোদনা পাওয়ার কথা ছিল। তবে ভারত সরকার সেটি ছাড়ে দেরি করছিল। ফলে ফক্সকন এই উদ্যোগ থেকে সরে এসেছে। এর পাশাপাশি তাদের চুক্তি থেকে সরে আসার পেছনে আরও কারণ রয়েছে।
সূত্র বলছে, ব্যয়ের যে হিসাব করে ফক্সকন প্রণোদনার জন্য সরকারের কাছে আবেদন করেছিল, সেটি নিয়ে নয়াদিল্লির আপত্তি ছিল। এবিষয়টিও তাদের চুক্তি থেকে সরে আসার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
ইলেকট্রনিকস পণ্য উৎপাদনের একটি ‘নতুন যুগে’ প্রবেশের জন্য নরেন্দ্র মোদি তার অর্থনৈতিক কৌশলে চিপ উৎপাদনকে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু ফক্সকনের এই যৌথ উদ্যোগ থেকে সরে আসায় মোদি ভারতে চিপ উৎপাদনের পরিকল্পনায় একটি বড়সড় ধাক্কা লেগেছে।
এবিষয়ে কাউন্টারপয়েন্টের রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট নীল শাহ বলেন,
অবশ্যই, এই চুক্তি থেকে ফক্সকনের নিজেকে প্রত্যাহারের কারণে ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনায় একটি ধাক্কা লেগেছে। এটি বেদান্তের পাশাপাশি দেশের অন্যান্য কোম্পানির ভাবমূর্তিতেও প্রভাব ফেলবে।
তবে ভারতের তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, ফক্সকনের এই সিদ্ধান্ত ভারতের চিপ উৎপাদন পরিকল্পনাতে কোনো প্রভাব ফেলবে না। ফক্সকন ও বেদান্ত উভয়েই ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী।
তাছাড়া দুইটি বেসরকারি খাতের প্রতিষ্ঠান এক সঙ্গে কাজ করবে কি না, সেটি সরকারের বিবেচনা করার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।