মঞ্চ ভেঙে পড়ার পর মঞ্চের সামনে চেয়ারে বসে সমাবেশ সম্পন্ন করছেন নেতারা। ছবি: সংগৃহীত
গাজীপুরের কাপাসিয়ায় কৃষক লীগ আয়োজিত সমাবেশে ধারণক্ষমতার বেশি নেতা মঞ্চে উঠায় হঠাৎ মঞ্চ ভেঙে যায়। তবে আয়োজকদের দাবি কেউ এসময় আহত হননি।
গাজীপুরের কাপাসিয়ায় কৃষক লীগ আয়োজিত সমাবেশ শুরু হয় সকাল সাড়ে ১০টায়। অস্থায়ী মঞ্চ করা হয় বাজারের সরু একটা জায়গায়। একের পর এক নির্দিষ্ট আসন ছাপিয়ে নেতাকর্মীরা উঠতে শুরু করেন। বেলা সোয়া ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি মঞ্চে আসন গ্রহণ করেন। ঠিক ৬-৭ মিনিট পর মঞ্চের মাঝখানে কিছুটা ভেঙে যায়।
এতে আতঙ্কিত হয়ে অতিথিরা ছোটাছুটি করেন। তবে আয়োজকদের দাবি কেউ এসময় আহত হননি। পরে মঞ্চ ভেঙে পড়ায় সামনে মাটিতে চেয়ার সাজিয়ে সমাবেশ সম্পন্ন করা হয়।
জানা যায়, গাজীপুরের কাপাসিয়ায় কৃষক লীগকে সংগঠিত করতে কৃষক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলা কৃষক লীগের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। প্রধান আলোচক ছিলেন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ।
এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী বলেন, সমাবেশস্থল ছোট থাকায় মঞ্চটিও ছিল ছোট। মঞ্চের ধারণ ক্ষমতা ছিলো ২০-২৫ জন, এক এক করে উঠে পড়েছে প্রায় ৫০ জন। যে কারণে, মঞ্চটি হালকা ভেঙে পড়ে। তকে কেউ আহত হননি বলে জানান কৃষক লীগ সাধারণ সম্পাদক জাকির।
উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন শেখ বলেন, মঞ্চের বাঁশগুলোর ট্যাম্পার না থাকায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে।
কাপাসিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি মো. সুলতান উদ্দিন শেখের সভাপতিত্বে জেলা কৃষক লীগের সভাপতি লিটন দর্জি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বেপারীর সঞ্চালনায় এ সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।