ছবি: সংগৃহীত
ভারতীয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম আদনান সামি। তার জনপ্রিয়তার পরিমাপ করা অসম্ভব। এক দশক পর মঞ্চে আসছেন এই তারকা। আগামী ১৪ জুলাই নাইরোবিতে পারফর্ম করতে প্রস্তুত আদনান সামি। কনসার্টের নাম ‘আদনান সামি লাইভ’। বিশেষ এই কনসার্টের আয়োজন করেছে নেতৃস্থানীয় লাইফস্টাইল ম্যানেজমেন্ট কোম্পানি রানি প্রোডাকশন।
আদনান সামি শুধু একজন গায়কই নন। তিনি একজন ভালো অভিনেতাও। তার সুপার হিট গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন। তিনিই প্রথম বলিউড শিল্পী হিসেবে ২০০৩ সালে কেনিয়াতে পারফর্ম করেছিলেন। এবার রানি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা রানি জামাল আরো একবার আমন্ত্রণ জানালেন এই বলিউড শিল্পীকে।
আসন্ন কনসার্টটিতে আদনান সামির চার্টবাস্টার তালিকায় থাকবে ‘লিফ্ট কারাদে’, ‘সুন জারা’, ‘কভি তো নজর মিলাও’, ‘ভিগি ভিগি রাতো মে’ সহ তার আরো বহুল জনপ্রিয় গান।
কনসার্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলিউড হাঙ্গামাকে আদনান সামি বলেন,
এক দশকেরও বেশি সময় পরে নাইরোবিতে পারফর্ম করতে যাচ্ছি। এটি রানির পক্ষে বলে সম্ভব হয়েছে। আমি এখানে যে ধরনের ভালোবাসা এবং প্রশংসা পেয়েছি, একজন শিল্পী হিসেবে আমাকে অভিভূত করেছে এবং আমি আমার অভিনয়ের মাধ্যমে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য উন্মুখ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সেখানে শেষবারের মতো যে পারফর্ম করেছি তার চেয়ে লাইভটিতে দশগুণ বেশি আনন্দ এবং জাদু নিয়ে আসব।
প্রচারকারীরা নাইরোবির সঙ্গীতপ্রেমীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আসন্ন কনসার্টে এক ধরনের অভিজ্ঞতা প্রদান করবেন। আশা করা হচ্ছে বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের এক ছাদের নিচে একত্রিত করবে এই কনসার্ট।