ছবি: সংগৃহীত
বহুল প্রত্যাশিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এর ১৪ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মাসে। ১১ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় এ উৎসবের উদ্বোধনী হিসেবে নাম লেখাবে আর. বাল্কি পরিচালিত অভিষেক বচ্চন অভিনীত ছবি ‘ঘুমার’।
১১ আগস্ট শুরু হয়ে এ উৎসব চলবে ২০ আগস্ট পর্যন্ত।
ছবিটিতে অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সাইয়ামি খের, অঙ্গদ বেদী, এবং শাবানা আজমি। প্যারাপ্লেজিক ক্রীড়া ব্যক্তিত্বের বিজয়ী গল্প নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। কোচের নির্দেশনায় একজন ক্রিকেটার হিসাবে দুর্দান্ত অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। এ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছেন আর. বাল্কি।
উদ্বোধনী রাতে উৎসবকে আরো জমকালো করতে সেখানে উপস্থিত থাকবেন চলচ্চিত্রের শিল্পী, কলাকুশলী এবং নির্মাতারা। আর. বাল্কি এবং অভিষেক বচ্চন একটি যৌথ বিবৃতিতে বলেছেন, “এটি সত্যিই আমাদের জন্য একটি সম্মান এবং আনন্দের যে ‘ঘূমার’ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (IFFM)-এর উদ্বোধনী চলচ্চিত্র হবে। ‘ঘুমার’ হলো খেলাধুলার প্রতি শ্রদ্ধা এবং মানুষের স্থিতিস্থাপকতার আধার। ঘূমারের প্রথম প্রিভিউতে স্বাগতম।’’
সাইয়ামি খের বলেন, “আমি রোমাঞ্চিত এবং অত্যন্ত সম্মানিত যে ‘ঘুমার’ আইএফএফএম-এর উদ্বোধনী চলচ্চিত্র হবে। এটি আমার হৃদয়ের খুব কাছের একটি চলচ্চিত্র। পর্দায় খেলাধুলা করা সবসময়ই আমার স্বপ্ন ছিল, আমি অভিনয় শুরু করার পর থেকে তা প্রকাশ করে আসছি। আমাদের ফিল্মটি প্রদর্শনের জন্য মহান শেইন ওয়ার্নের দেশে আসার জন্য এর থেকে ভাল কিছু হতেই পারে না।’’
সূত্র: বলিউড হাঙ্গামা