চাঁদপুর সদর মডেল থানা পুলিশের খাবার সরবরাহকারী শাহানারা বেগম সানু ও তার স্বামী ইয়ার হোসেনকে ১২শ’ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় বকুলতলার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহানারা বেগম শানু (৪০) ও তার স্বামী ইয়ার হোসেন (৪৪)।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শাহানারা সদর মডেল থানায় কোনো ধরনের খাবার সরবরাহের সঙ্গে জড়িত না। তাকে কিছুদিন আগে এ কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে শাহানারার বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১২শ’ পিসসহ শাহানারা ও ইয়ার হোসেনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবদুস সালাম গত কয়েক দিন ধরে তাদের ওপর নজর রাখছিল। এর পরিপ্রেক্ষিতে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।