ছবি সংগৃহীত
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ওই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে কার্পাসডাঙ্গা বাজারের বেশ কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিশ্বাস মেডিনোভা নামক ফার্মেসিতে ভালো ওষুধের প্যাকেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে সেলফে ও ফ্রিজে সাজিয়ে রাখা প্রচুর মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স হায়দার ফার্মেসির মালিক হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি টিম।