বুধবার (১২ জুলাই) অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি মেডিকেল কলেজে ভর্তি হয়েছে ১০ হাজার ৫১৮ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ জন এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির হয়েছেন মোট ৬ হাজার ১৬৮ জন।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ থেকে শুরু হবে।
এর আগে গত ১০ জুলাই এমবিবিএসের ক্লাস শুরুর কথা থাকলেও গত ২ জুলাই অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে ক্লাস শুরুর তারিখ জানানো হবে বলেও ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।
উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ১২ মার্চ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।