জোভান ও ফারিণ
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা জোভান ও ফারিণ। ইতোমধ্যে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে জোভান-ফারিণ অভিনীত নাটক ‘কবর’।
একটি সত্য ঘটনা কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে নাটকটি। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
জানা গেছে, বছর দুয়েক আগে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এক মা মৃত সন্তান জন্ম দেন এবং তাকে যখন কবরে দাফন করতে নিয়ে যাওয়া হয় সে সময় শিশুটি চিৎকার দিয়ে ওঠে।
মূলত সেই সত্য ঘটনাটির অনুপ্রেরণায় নাটকটির গল্প সাজিয়েছেন যোবায়েদ আহসান।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, কাজটি সবাই অনেক পছন্দ করেছেন। এটা সত্য ঘটনার অবলম্বনে নয়, অনুপ্রেরণায় নির্মিত। যারা নাটকটি দেখেছেন সবাই পজিটিভ মন্তব্য করছেন। পর্দায় ফারিণ ও জোভান দারুণ অভিনয় করেছেন। তাদের অভিনয় দেখার পর যে কারও মনে দাগ কাটবে।
প্রসঙ্গত, রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ফারিণ-জোভান অভিনীত নাটক ‘কবর’।