কাভার্ডভ্যানের ভেতরে এমন বিশেষ চেম্বার বানিয়ে গাঁজা পরিবহন করতো মাদক কারবারীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
প্রতিবেশী দেশ থেকে মাদক কারবারিরা গাঁজা এনে তা সীমান্তবর্তী কয়েকটি জেলায় বিশেষ কেমিক্যাল মিশিয়ে মাসের পর মাস সংরক্ষণ করছে। পরে সেই গাঁজা বিশেষ চেম্বার করা কাভার্ডভ্যানে করে ঢাকাসহ সারাদেশে ছড়িয়ে দিচ্ছে।
সাধারণত বিপুল পরিমাণ পণ্যসামগ্রী পরিবহনে কাভার্ডভ্যান ব্যবহার করা হয়। কিন্তু এটি তৈরি করা হয়েছে ভিন্ন উদ্দেশ্যে; পণ্যের বদলে এটি দিয়ে নিয়মিত মাদক পরিবহন করা হয়।
গোয়েন্দা পুলিশ ভ্যানটিতে অভিযান চালিয়ে দেখতে পায় ভেতরে পুরোটাই ফাঁকা। তল্লাশির এক পর্যায়ে দেখা যায়, এটির ওপরের অংশে তৈরি করা হয়েছে বিশেষ চেম্বার। এতটাই নিখুঁতভাবে চেম্বারটি তৈরি, যা খালি চোখে দেখে বোঝার উপায় নেই।
অবশেষে কাভার্ডভ্যানটির সেই বিশেষ চেম্বার থেকে বেরিয়ে এলো ১৫০ কেজি গাঁজা, যার বাজার মূল্য ৫০ লাখ টাকার মতো। ব্রাহ্মণবাড়িয়া থেকে চালানটি পৌঁছানোর কথা ছিল ঢাকার মাদক কারবারিদের কাছে।
গাঁজাসহ দুজনকে আটক করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ জানিয়েছেন, বিশেষ এ কাভার্ডভ্যানটি শুধুমাত্র মাদক পরিবহনেই ব্যবহার করা হয়।
পুলিশ বলছে, পার্শ্ববর্তী দেশ থেকে গাঁজা এনে সীমান্তবর্তী এলাকায় তা সংরক্ষণ করা হয় বিশেষ ক্যমিক্যাল দিয়ে। পরে তা ছড়িয়ে দেয়া হয় সারাদেশে। সম্প্রতি হঠাৎ করেই বেড়ে গেছে গাঁজা চোরাচালান।