যশের সঙ্গে মধুমিতা। ছবি: সংগৃহীত
মন্দিরে একসঙ্গে ঘুরতে যাওয়ার পর থেকেই টালিউডে নতুন জল্পনা তৈরি হয়েছে। আবারও কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছেন এই জুটি?
কলকাতার সাড়া জাগানো জুটি যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। দর্শকপ্রিয়তা পান স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে অভিনয় করে। এরপর আর কোনো সিরিয়ালে তাদের অভিনয় করতে দেখা যায়নি। টিভি পর্দা থেকে দুজনই এখন টালিউডের রুপালি পর্দায় প্রতিষ্ঠিত।
অন্য সহকর্মীদের সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও এখন পর্যন্ত যশ- মধুমিতাকে বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে খুব শিগগিরই সিনেমায় এই জুটিকে দেখা যেতে পারে বলে মনে করছেন নেটিজেনরা।
এর কারণ সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যশ- মধুমিতার একটি ছবি। ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে, তিরুপতির মন্দিরের সামনে একসঙ্গে দাঁড়িয়ে আছেন তারা।
টালিউডে গুঞ্জন উঠেছে, বেশ কিছুদিন আগেই যশ এবং তার স্ত্রী অভিনেত্রী নুসরাত মিলে একটি প্রযোজনা সংস্থা চালু করেছেন। এর কিছুদিন পরই যশ- মধুমিতাকে একসঙ্গে দেখা গেল মন্দিরে। তাই নেটিজেনদের অনেকেই ভাবছেন, যশ এবং নুসরাত প্রযোজিত সিনেমায় জুটি বাঁধতে পারেন যশ- মধুমিতা।
একসঙ্গে মন্দিরে ঘোরার আগে ইনস্টাগ্রামে ভক্তদের সময় দেন যশ। তখন অনেক ভক্তেরই প্রশ্ন ছিল, যশ এবং মধুমিতাকে একসঙ্গে ছবিতে কবে দেখা যাবে? উত্তরে যশ মজা করে লেখেন, আমি আর একটু বড় অভিনেতা হয়ে যাই। তারপর করব।
অন্যদিকে, মধুমিতার কাছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম একই প্রশ্ন জানতে চায়। জবাবে মধুমিতা জানিয়েছেন, আমার তো ইচ্ছা আছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।