কামরাঙ্গীরচরে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রশ্নই ওঠে না। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরে ঈদ পুনর্মিলনী ও ফল উৎসবে এসব কথা বলেন তিনি।
বিদেশিদের কাছে বিএনপির ধর্না দেয়া ব্যর্থতায় পর্যবসিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের উপর বিএনপির আস্থা নেই, তাদের আস্থা বিদেশিদের উপর। রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা।
আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, নির্বাচনে অংশ না নিলে নিজের দলের নেতাকর্মীরাই তাদেরকে বিতাড়িত করবে। সন্ত্রাসের পথে হাঁটলে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে।
দেশের অগ্রযাত্রাকে যারা থামিয়ে দিতে চায় তাদের প্রতিহত করতে হবে বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য।