বলিউড অ্যাকশন হিরো সুনীল শেঠি। ছবি: সংগৃহীত
সুনীল শেঠি সম্প্রতি নিখিল কামাথের পডকাস্ট সিরিজের নতুন পর্বে স্বাস্থ্য এবং সুস্থ লাইফস্টাইল নিয়ে আলোচনা করেছেন। সেই সঙ্গে অ্যাকশন হিরো হয়ে ওঠার গল্পটি তুলে ধরেন তিনি।
বলিউডে নিজের যাত্রা সম্পর্কে সুনীল শেঠি বলেন, ‘তরুণরা আমার যাত্রায় তাদের নিজেদের দেখতে পারবে, কারণ আমি যখন অভিনয় শুরু করি তখন একেবারে নিশ্চিন্ত ছিলাম না যে একজন সাউথ ইন্ডিয়ান হিসেবে আমি বলিউডে জায়গা করে নিতে পারব। এমনকি আমি শুদ্ধভাবে হিন্দিও বলতে পারতাম না। তারপর ও আমি অভিনয় জগতে আসি এই বিশ্বাস করে যে আমার মার্শাল আর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আরও বলেন, নিজেকে তিনি অমিতাব বচ্চনের মতো মনে করেছিলাম কিছু অংশে। কিন্তু সমালোচনার পরে তিনি বুঝতে পারেন যে বাস্তবতা অন্য।
‘শত সমালোচনার পরেও আমি পিছু সরিনি। আমি চেয়েছিলাম নিজের একটা অস্তিত্ব বলিউডে হোক। সেই চিন্তা থেকেই আমার শক্তির জায়গা অ্যাকশনের দিকে ফোকাস করি। বেশ কিছু ভয়াবহ এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকশন স্টান্ট করা শুরু করি। তবে এসবই আমি করতাম আমার পরিবারের অগোচরে। তখন মাঝে মাঝে চিন্তা হতো যে, হয়তো আমি বাসায় ফিরব একটা হাড্ডি ভাঙা নিয়ে অথবা ফিরবই না। তবে না বললেই নয়, অ্যাকশন হিরো হওয়া খুবই কঠিন কাজ,’ বলেন সুনীল শেঠি।
সুনীল শেঠি বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা এবং ব্যবসায়ী। তিনি একজন অ্যাকশন হিরো যিনি অনেক হিট অ্যাকশন মুভিতে কাজ করেছেন পাশাপাশি তিনি রোমান্টিক এবং কমেডি ছবির জন্যও খ্যাতিমান। সবাই আদর করে সুনীল শেঠিকে আন্না বলে ডাকে।
এ অভিনেতা প্রায় ১১০টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে তামিল ভাষার চলচ্চিত্রও আছে।
নব্বইয়ের দশক জুড়ে সুনীল মারামারির চলচ্চিত্রে অভিনয় করতেন, তবে দশকটির শেষের দিকে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। ২০০০-এর দশকের শুরু দিকে সুনীল পুরোদস্তুর নায়ক হয়ে গিয়েছিলেন।