প্রতীকী ছবি
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ০৪ শতাংশ।
এতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৪৯ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৩১৬ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।