রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার ব্রিজে সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা হলেন মতিউর রহমান (৩৫) ও তার স্ত্রী জাকিয়া খাতুন (২৮)।
আহত জাকিয়া জানান, তারা থাকেন গাজীপুরের কালীগঞ্জে। তার স্বামী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনিও চাকরির চেষ্টা করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) একটি নিয়োগ পরীক্ষার জন্য সকালে স্বামীর মোটরসাইকেলে করে ঢাকায় আসেন জাকিয়া। ডেমরার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা কিছুই মনে নেই তার। দুর্ঘটনার কারণে পরীক্ষা আর দেয়া হলো না তার।
এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওসমান আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রাবাড়ী থানার পাশে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। আর আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
তবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া খাদিজা বেগম নামে এক পথচারী জানান, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। এতে মাথায় আঘাত পান মতিউর আর তার স্ত্রী জাকিয়া কোমরে আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি তাদের হাসপাতালে নিয়ে আসেন।