এনরিকে। ছবি: ফেসবুক
দলে রয়েছে বিশ্বসেরা গোলরক্ষকের একজন। তবে তাকে পছন্দ নয় পিএসজির নতুন কোচ লুইস এনরিকের। তাই নতুন একজন গোলরক্ষক চান সাবেক বার্সেলোনা ও স্পেনের এই কোচ।
স্প্যানিশ কোচ এনরিকে দলের সঙ্গে যোগ দেয়ার আগেই ক্লাবের বেশকিছু ফুটবলার ক্লাব ছেড়েছেন। অন্যদিকে বেশকিছু খেলোয়াড়ও ইতোমধ্যে সাইন করিয়েছে ফরাসি ক্লাবটি। যাদের মধ্যে রয়েছে অ্যাসেনসিও, লুকাস হার্নান্দেজ, ম্যানুয়েল উগার্তে, মিলান স্ক্রিনিয়ার। তবে এখন পর্যন্ত কোন গোলরক্ষককে কিনেনি ফরাসি জায়ান্টরা।
তবে দলে থাকা ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পছন্দ নয় এনরিকের। কারণ দোন্নারুম্মা এনরিকের খেলার স্টাইলের সঙ্গে যায় না। স্প্যানিশ কোচের দরকার প্লেয়িং গোলকিপার। যেখানে তার প্রথম পছন্দ চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগা।
ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আরিজাবালাগাকে দলে নিতে চান এনরিকে। তবে চেলসির কোচের দায়িত্ব পাওয়ার পর পচেত্তিনো জানিয়েছেন, আরিজাবালাগাকে তিনি দলে রেখে দিতে চান। আগামী মৌসুমে এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন কেপা।
তবে শেষ পর্যন্ত যদি আরিজাবালাগাকে দলে টানতে না পারেন এনরিকে, তাহলে আরেক স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি হিয়াকে দলে নেয়ার চেষ্টা করবেন তিনি। এরই মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ডি হিয়া। যদিও পিএসজির পছন্দের তালিকায় নেই এই স্প্যানিশ গোলরক্ষক।