হেলসিঙ্কিতে সংবাদ সম্মেলনে যাচ্ছেন জো বাইডেন। ছবি: নিউইয়র্ক টাইমস
পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন এ কথা জানান।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (১২ জুলাই) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শেষ হয় ন্যাটো সম্মেলন। সেখান থেকে বাইডেন যান ফিনল্যান্ড সফরে। দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি। বৈঠক শেষে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইউরোপের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে বিন্দুমাত্র ছাড় দেবে না ন্যাটো।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি উঠে আসে ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা প্রসঙ্গ। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে প্রতিবেশী দেশগুলোও সেই ঝুঁকিতে রয়েছে কিনা বা হলেও ন্যাটোভুক্ত দেশগুলোর পদক্ষেপ কেমন হবে? সেবিষয়ে জানতে চাওয়া হলে কোনো রাখঢাক না করেই উত্তর দেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় ফিনল্যান্ডের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি রক্ষা করবো আমরা। অবশ্যই এরমধ্যে ফিনল্যান্ডও অন্তর্ভুক্ত।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ইউরোপেও শান্তি ও নিরাপত্তা দরকার। ইউরোপে সহিংসতা ছড়িয়ে পড়বে আর বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না, আধুনিক ইতিহাসে এমনটা কখনোই হয়নি।’
হেলসিঙ্কি সফরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছাড়াও সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড এবং নরওয়েসহ নর্ডিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এতে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া হুমকি মোকাবিলায় করণীয় ঠিক করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়।