মোদিকে লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস পরিয়ে দিচ্ছেন ম্যাক্রোঁ। ছবি: এনডিটিভি
ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জুলাই) মোদির হাতে লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস তুলে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফ্রান্সে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানেই একটি অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস। ফ্রান্সের সাধারণ নাগরিক ও সামরিক ব্যক্তিত্বদের মধ্যে এই লিজিয়ঁ দ্য অনারই সবচেয়ে বড় সম্মাননা।
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এ সম্মাননা পেলেন মোদি। এর আগে ১৩টি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন মোদি।
বিখ্যাত এলিস প্যালেসে মোদির জন্য বিশেষ নৈশভোজের ব্যবস্থাও করেছিলেন ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজেট ম্যাক্রোঁ। সেখানে লাল কার্পেটে হেঁটে প্রাসাদে প্রবেশ করেন মোদি। বিশেষ নৈশভোজের অনুষ্ঠানেই তাকে লিজিয়ঁ দ্য অনারে ভূষিত করা হয়।
নৈশভোজের পর ফ্রান্সে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ফ্রান্সে গেছেন মোদি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন।