ফাইল ছবি
ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণের ১৪ দিন পর তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ কে সরিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) ভোরে এটিকে পিরোজপুরের স্বরূপকাঠিতে ডকইয়ার্ডের উদ্দেশ্যে নিতে যাত্রা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এনডিসি) মিলন চাকমা জানান, দুর্ঘটনার ব্যাপারে মামলা হয় নি। কোন কিছু জব্দও নেই। মালিকপক্ষই জাহাজটি মেরামতের জন্য নিয়ে যাচ্ছে, জানান তিনি।
প্রসঙ্গত, ১ জুলাই ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ নোঙর করা অবস্থায় ঝালকাঠি পৌরসভার খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে বিস্ফোরণ হয় সাগর নন্দিনী-২। জাহাজটির পেছনের অংশ উড়ে গিয়ে চারজন মারা যান। দুইদিন পর ১৩ জুলাই বিকেলে জাহাজটিতে দ্বিতীয় দফায় বিস্ফোরণ ও ভয়াবহ আগুন লাগে। রাত ভর ১২ ঘণ্টারও বেশি সময় ট্যাংকারটির তেল জ্বলতে থাকে।