স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ঈশ্বরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি:সংগৃহীত
স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন যুবলীগ কদিমপাড়া হাসপাতাল মোড় এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বলেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে ঈশ্বরদী হবে উত্তরবঙ্গের প্রধান অর্থনৈতিক প্রাণকেন্দ্র। আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে স্বপ্ন দেখেন, অন্যকে স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আর তাই বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নাই।
গালিবুর রহমান আরও বলেন, প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে ইপিজেড করে দিয়েছেন। যেটা বিগত জোট সরকারের আমলে বিএনপি-জামায়াত বন্ধ করে দিয়েছিল। দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ঈশ্বরদীতে হচ্ছে। বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ঈশ্বরদীতে হয়েছে। সবই হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার জন্য।
সাহাপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কহিদুল ইসলাম কুদ্দুস ফকিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল উদ্দীন সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান শিহাব, ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।